Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মিশন ও ভিশন

ভিশনঃ- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পল্লী ও শহরাঞ্চলের অবকাঠামো উন্নয়ন-রক্ষণাবেক্ষণ সহ ক্ষুদ্রাকার পানি সম্পদ  উন্নয়নে এবং বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে কারিগরি সহায়তা প্রদান করছে। উপজেলা  প্রকৌশলীর কার্যালয় এলজিইডি এর  মাঠ পর্যায়ের প্রাথমিক স্তর হিসেবে  এসডিজি ও উন্নত, ডিজিটাল বাংলাদেশ অজনের লক্ষ্যে সরকারের জাতীয় কমসূচী বাস্তবায়নে নিয়োজিত।

মিশনঃ- দেশের সবত্র গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা বৈদ্যুতিক পরিবতনের জন্য এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন নকল প্রকল্পে উপজেলা প্রকৌশলীর কার্যালয়  মাঠ পর্যায়ে তদারিক করছে। এলজিইডি কর্তৃক বাস্তবায়িত যোগাযোগ ব্যবস্থার  মাধ্যমে গ্রামে উৎপাদিত ফসল বাজারজাত করণ ও পরিবহন সুবিধা বৃদ্ধি পেয়ে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত হচ্ছে। এছাড়া পরিবেশের ভারসম্য সংরক্ষণ ও দারিদ্রবিমোচনের লক্ষ্যে এলজিইডি কর্তৃক গৃহিত প্রকল্প সমূহও মাঠ পর্যায়ে উপজেলা প্রকৌশলীর কার্যালয় বাস্তবায়ন করে থাকে। উপজেলা পরিষদের বার্ষিক কমসূচীর আওতায় উন্নয়ন প্রকল্প এ কার্যালয় বাস্তবায়ন করছে।